কর্পোরেট সংবাদ ডেস্ক : গাজীপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ সবুজ ওরফে বকুল ওরফে দাদা ভাইকে গ্রেফতার করেছে র্যাব-৩।
রোববার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এলাকা হতে আসামি মোঃ সবুজকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
আসামি মোঃ সবুজ ঝিনাইদহের শৈলকোপা উপজেলার নুরুল ইসলাম ওরফে গুরু ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে পাবনা জেলার বেড়া থানায় ২০০৯ সালের একটি হত্যা মামলা রুজু করা হয়। উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১২ সালে তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষনার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার https://corporatesangbad.com/40410/ |