নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি স্ট্যার অ্যাডহেসিভের পরিচালনা পর্ষদ ৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আনসিকিউরড, সম্পূর্ণ কনভার্টেবল বা রিডামবল বন্ড ইস্যু করবে। বন্ডটির মেয়াদ হবে ৬ বছর। বন্ডটি অর্ধবার্ষিকী ভিত্তিতে মুনাফা ঘোষণা করবে।
স্ট্যার অ্যাডহেসিব বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধের জন্য বন্ড ইস্যু করবে।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠান হবে।
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে স্ট্যার অ্যাডহেসিভ https://corporatesangbad.com/40356/ |