ক্রিকেটকে বিদায় জানালেন রুমানা

Posted on August 6, 2023

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ নারী দলের অলরাউন্ডার রুমানা আহম্মেদ। শনিবার (৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সিদ্ধান্ত জানান তিনি।

চার বছর আগে এশিয়া কাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন রোমারা আহম্মেদ। সেই টুর্নামেন্টে টাইগ্রেসদের শিরাপা জয়ে বেশ ভূমিকা ছিল তার।

২০১১ সাল থেকে নারী দলের নিয়মিত মুখ ছিলেন রুমানা আহম্মেদ। তবে সম্প্রতি ফিটনেস ইস্যুতে বাদ পড়তে হয় তাকে।

রুমানার শেষ আন্তর্জাতিক ম্যাচ গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচের পর এপ্রিলে শ্রীলংকা সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি।

সম্প্রতি ভারতের বিপক্ষে ঘরের মাঠে দারুণ সাফল্যের অংশীদারও হতে পারেননি রুমানা। শেষ পর্যন্ত ক্রিকেট থেকে একেবারে বিদায় নিলেন। লিখলেন 'আর ক্রিকেট নয়'।

বাংলাদেশের হয়ে সবমিলিয়ে ৫০ ওয়ানডে খেলেছেন রুমানা। যেখানে ৫ হাফ সেঞ্চুরিতে ৯৬৩ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৫০ উইকেট। ১৮ ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ৮৪টি ম্যাচ খেলেছেন রুমানা।

আরও পড়ুন:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অ্যালেক্স হেলস

বল পরিবর্তন আম্পায়ারদের সিদ্ধান্ত: আইসিসি

বিচ্ছেদের আভাস দিলেন শোয়েব!