কর্পোরেট ডেস্ক : আইপিডিসি ফাইন্যান্স-এর প্রধান কার্যালয়ে আইপিডিসি ও বায়োজিন কসমেসিউটিক্যালস-এর মধ্যে একটি চুক্তি সাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
আয়োজনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সাক্ষর করেন আইপিডিসি ফাইন্যান্স-এর হেড অফ লায়াবিলিটি সাখওয়াত হোসেন এবং বায়োজিন কসমেসিউটিক্যালস-এর সিনিয়র ম্যানেজার- অপারেশন্স জান্নাতুল ফেরদৌস।
এই চুক্তির ফলে আইপিডিসি প্রীতি গ্রাহক (আইপিডিসি’র রিটেল সেবার নারী গ্রাহক) এবং আইপিডিসি’র কর্মীরা বিশেষ কিছু সুবিধা উপভোগ করবেন। সুবিধাসমূহের মধ্যে রয়েছে বায়োজিন স্কিনকেয়ার এবং বিউটি প্রোডাক্টস-এর বিভিন্ন পণ্যে ২০% পর্যন্ত ছাড়, বায়োজিন স্পেশালাইজড স্কিনকেয়ার ট্রিটমেন্টে ২০% ছাড়, বায়োজিন স্লিমিং সল্যুশনস-এ ২০% ছাড়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বায়োজিন কসমেসিউটিক্যালসের সাথে চুক্তি সাক্ষর করলো আইপিডিসি https://corporatesangbad.com/40286/ |