নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৬টির বা ১৯.৫৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে লিবরা ইনফিউশনের শেয়ারের দর ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে লিবরা ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭০৭.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১১২.৬০ টাকা বা ১৫.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লিবরা ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠেছে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে-দেশবন্ধু পলিমারের ১২.২০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১১.৫৯ শতাংশ, সিনোবাংলার ১১.২৭ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১১.০১ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৮.৬১ শতাংশ, নাভানা ফার্মার ৮.৪২ শতাংশ, জেএমআই হসপিটালের ৭.৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৮৪ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.৪১ শতাংশ বেড়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে লিবরা ইনফিউশন https://corporatesangbad.com/40196/ |