কে হচ্ছেন নতুন অধিনায়ক, যা বললেন পাপন !

Posted on August 4, 2023

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে বৃহস্পতিবার (৩ আগস্ট) ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পাপন-তামিম ছাড়াও সেখানে ছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানান, তিনি আর অধিনায়কত্ব করবেন না। দায়িত্ব থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছেন। এখন থেকে দলে খেলবেন শুধুই একজন খেলোয়াড় হিসেবে।

তবে তামিমের পরিবর্তে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন কে? সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা এমন কাউকে অধিনায়ক বানাব না, যাকে বানালে দলের মধ্যে বিতর্ক সৃষ্টি হবে। সবার সঙ্গে কথা বলে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য একজনকেই অধিনায়ক করব। আশা করছি চার-পাঁচ দিনের মধ্যে জানাতে পারব। তবে যাকেই অধিনায়ক বানানো হোক না কেন, সাকিব-তামিম-মুশফিকদের তাকে গাইড করতে হবে।’

অন্যদিকে, তামিমের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন,  ‘এটা আমাদের জন্য অবশ্যই একটা ধাক্কা। আমিও জেনেছি ও আসার পর। এই সিদ্ধান্তের জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমরা এটাই চাই, তামিম ভালোভাবে সুস্থ হয়ে ফিরে আসুক। ছন্দে ফিরে নিজের খেলাটা খেলুক। বিশ্বকাপে ভালো করুক।’

কর্পোরেট সংবাদ/ এএইচ