আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে ‘বেঠিক’ কনটেন্ট ডিলিট না করায় রাশিয়ার একটি আদালত প্রযুক্তি কোম্পানি অ্যাপলকে ৪ লাখ রুবল জরিমানা করেছে। রুশ তাস নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই অপরাধের জন্য প্রথমবারে মতো অ্যাপলকে জরিমানা করা হয়েছে।
গত কয়েক বছর ধরেই বিভিন্ন ইস্যুতেই সামাজিক যোগাযোগমাধ্যম ও মস্কো প্রশাসনের মধ্যে বিরোধ চলছে। তবে ইউক্রেনে হামলার পর এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকেই দেশ দুইটির মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজার ৭৪৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই দাবি করেছে।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিসের যুদ্ধাপরাধ বিভাগের প্রধান ইউরি বেলোসভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নিহতদের মধ্যে ৪৯৯ শিশু রয়েছে।
তিনি বলেন, ইউক্রেনের দখলকৃত অঞ্চল মুক্ত করার পর নিহতের প্রকৃত সংখ্যা পাওয়া যাবে। তখন নিহতের সংখ্যা কয়েকগুণ বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি।
এদিকে নরওয়ে এখন আর রাশিয়ার বন্ধু নয়। মস্কো নরওয়েকে এই তালিকা থেকে বাদ দিয়েছে। যেসব দেশ রাশিয়ার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে না তাদেরকে নতুন একটি তালিকায় রেখেছে রাশিয়া। ওই তালিকার নাম দেওয়া হয়েছে ‘অবন্ধু রাষ্ট্র’।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
অ্যাপলকে ৪ লাখ রুবল জরিমানা করলো রাশিয়া https://corporatesangbad.com/40132/ |