আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছে নির্বিচারে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাছাড়া আহত হয়েছে ১২ জন। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহজনক ব্যক্তি প্রথমে চারজনের ওপর গাড়ি উঠিয়ে দেয়। পরে গাড়ি থেকে নেমে একটি ব্যস্ত শপিং সেন্টারে প্রবেশ করে নয়জনকে ছুরিকাঘাত করে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সিওংনামের কমিউটার শহরে ভিড়ের সময় একটি পাতাল রেল স্টেশনের কাছে ঘটনাটি ঘটে।
এরই মধ্যে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে কী কারণে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন তা এখনো অস্পষ্ট।
যারা আহত হয়েছে তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির জাতীয় পুলিশ কমিশনার এটিকে নির্বিচার হামলা হিসেবে অখ্যায়িত করেছেন।
সিউলে অন্য একটি ছুরি হামলার দুই সপ্তাহ পরে এই ভয়াবহ হামলার খবর এল। ওই হামলায় একজন নিহত হওয়ার পাশাপাশি তিনজন আহত হয়েছিল। যদিও দক্ষিণ কোরিয়ায় এই ধরনের হামলার ঘটনা খুবই বিরল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
‘নির্বিচারে’ ছুরি হামলা চলছে দক্ষিণ কোরিয়ায় https://corporatesangbad.com/40128/ |