নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার সদর দক্ষিন থানা এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মোঃ লিটন মিয়া (৩৬)’কে গ্রেফতার করেছে র্যাব-৩।
রোববার (০৩/০৮/২০২৩ তারিখ), সন্ধা ৬ টায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব ।
আটককৃত মোঃ লিটন মিয়া ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ১ নং ওয়ার্ডের মৃত মজিবর রহমানের ছেলে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং মামলার সূত্রে জানা যায় যে, আটককৃত আসামী ডাকাতি, মাদক এবং অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে জামিনে এসে পুনরায় অপরাধ কর্মে নিজেকে লিপ্ত করার বিষয়টি স্বীকার করে। তার নামে ডাকাতি, মাদক ও অস্ত্রসহ সর্বশেষ ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থানায় ২০১৭ সালে একটি মাদক মামলা রুজু হয়। উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক ২০২২ সালে তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকে তিনি কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
বর্তমানে আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব ।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কুমিল্লায় সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী আটক https://corporatesangbad.com/40076/ |