কর্পোরেট ডেস্ক: প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে ওয়াটার গার্ডেন রিসোর্ট-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের মোনার্ক গ্রাহকবৃন্দ (প্রায়োরিটি ব্যাংকিং), ক্রেডিট/ডেবিট কার্ডহোল্ডারবৃন্দ এবং প্রাইম ব্যাংকের সকল কর্মকর্তা ওয়াটার গার্ডেন রিসোর্ট-এ রুম ও ব্যাঙ্কুয়েট হল রেন্ট’ এর উপর ৫০% এবং আ-লা-কার্ট মেনুতে ১০% ডিসকাউন্ট পাবেন। উল্লেখ্য এই পার্টনারশীপের লক্ষ্য হল ব্যতিক্রমী পরিষেবার মাধ্যমে গ্রাহক চাহিদার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং ওয়াটার গার্ডেন রিসোর্ট-এর চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এসময় প্রাইম ব্যাংকের কনজ্যুমার সেলসের প্রধান মামুর আহমেদ এবং কার্ডস ও এডিসি-এর প্রধান মাসুদুল হক ভূঁইয়া সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ওয়াটার গার্ডেন রিসোর্ট ’এ বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা https://corporatesangbad.com/40066/ |