জুলাইয়ে সাড়ে ৪ বিলিয়ন ডলারের রপ্তানি আয়

Posted on August 3, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক : জুলাই মাসে রপ্তানি আয় এলো ৪.৫৮২ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৫.২৬ শতাংশ বেশি।

এছাড়া কৌশলগত লক্ষ্যমাত্রার চেয়ে ২.৫০ শতাংশ বেশি। জুলাই মাসে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকেও শুভসূচনা হয়েছে।

বুধবার (২ আগষ্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ প্রতিবেদন প্রকাশ করে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৬২ বিলিয়ন ডলার। জুলাই মাসের লক্ষ্যমাত্রা ছিল ৪.৪৮১ বিলিয়ন ডলারের। প্রথস মাস জুলাইয়ে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে।

দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানিতেও বছরের প্রথম বছরে শুভ সূচণা হয়েছে। প্রথম মাসে ৩.৭৭৮ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছে ৩ দশমিক ৯৫৪ বিলিয়ন ডলারের তৈরি পোশাক। যা লক্ষ্যমাত্রার চেয়েছে ৪.৬৫ শতাংশ বেশি। এবং আগের বছরের একই সময়ের চেয়ে ১৭.৪৩ শতাংশ বেশি। গত বছরেরেএকই সময়ে ৩.৩৬৭ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল।

তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে ভালো করেছে নীট তৈরি পোশাক। জুলাইয়ে নীট তৈরি পোশাক রপ্তানিতে লক্ষ্যমাত্রার চেয়ে ১০.৩০ শতাংশ বেশি রপ্তানি হয়েছে। তবে ওভেন পোশাক রপ্তানির ক্ষেত্রে ২ শতাংশ কম রপ্তানি হয়েছে।

বছরের প্রথম মাসে কৃষিজ পণ্য লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৪৬ শতাংশ বেশি রপ্তানি হয়েছে। ৬৭.৫৪ মিলিয়ন ডলারের বিপরীতে ৭২.৫৮ মিলিয়ন ডলার কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে।

এক সময়ে প্রধান রপ্তানি পণ্য সোনালী আঁশ পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে লক্ষ্য মাত্রা স্পর্শ করতে পারেনি। জুলাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে কম রপ্তানি হয়েছে প্রায় ১১ শতাংশ। আগের বছরের একই সময়ের চেয়ে ২.৭৫ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।

তথ্য বলছে, ৭৩.৭২ মিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছে ৬৫.৬৭ মিলিয়ন ডলারের পাট ও পাটজাত পণ্য।