আন্তর্জাতিক ডেস্ক : অল্প বয়সী ও সুন্দরী হতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন এক মার্কিন নারী। এ জন্য খরচ করেছেন ১৪ হাজার মার্কিন ডলার। আর এ টাকার জোগান দিতে নিজের একমাত্র বাড়িটিই বিক্রি করে দেন ওই নারী। সেই বাড়ি বেচে নিঃস্ব হয়ে বর্তমানে তিনি একটি ভ্যানে বসবাস করছেন। খবর নিউইয়র্ক পোস্ট।
ওই নারীর নাম কেলি বিসলি। তার বয়স ৫০ বছর। চেহারায় তারুণ্য ধরে রাখতে ২২ বছর বয়স থেকেই বিভিন্ন ওষুধ গ্রহণ করে আসছিলেন তিনি। তবে এগুলোতে কাজ না হওয়ায় বড় ধরনের সার্জারির সিদ্ধান্ত নেন তিনি। এরপর চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি মেক্সিকোতে গিয়ে এই প্লাস্টিক সার্জারি করান।
তিনি জানান, তার চেহারায় দ্রুত বয়সের ছাপ পড়ে যাচ্ছিল। তাই এই সার্জারিটি করার সিদ্ধান্ত নেন তিনি। বাড়ি বিক্রি করলেও তার কোনো দুঃখ নেই। কেননা প্লাস্টিক সার্জারির পর তাকে এখন সুন্দর দেখা যাচ্ছে। তার বয়স ২০ বছর কমে গেছে। বর্তমানে তিনি পুরোপুরি ভ্যানে জীবনযাপন করেন এবং দেশের বিভিন্ন স্থানে সফর করেন।
তিনি বলেন, ‘সার্জারিটি খুবই সহজ ছিল। সার্জারি পরবর্তী সব সমস্যাও দ্রুত সেরে গেছে। ৩০ বছর বয়সে আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুন্দর হয়েছি।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সুন্দরী হতে বাড়ি বিক্রি করে এখন থাকেন ভ্যানে https://corporatesangbad.com/40012/ |