রহমতউল্লাহ আশিক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীত- নজিপুর মহা সড়কে যাত্রীবাহী এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় বাসের কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার নজিপুর-বদলগাছী সড়কের চাকরাইল নামক স্থানে ঘটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নজিপুর থেকে যাত্রীবাহী এক বাস নওগাঁর দিকে আসছিল। এসময় চাকরাইল নামক স্থানে যাত্রীবাহী বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি খাদে পড়ে যায়। ওই বাসে থাকা ১০-১২ জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
বদলগাছী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মহসিন মিয়া জানান, এ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধার বাহিনী। বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বদলগাছীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১২ https://corporatesangbad.com/39835/ |