লেকে ডুবে বশেমুরবিপ্রবির দুই ছাত্রীর মৃত্যু

Posted on August 1, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থী মারা গেছেন।

মঙ্গলবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দুই শিক্ষার্থীর নাম রিতু ও হিয়া। তারা পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, মঙ্গলবার দুপুরে সাঁতার না জানা হিয়াকে লেকে ডুবতে দেখে রিতু এগিয়ে আসেন। একপর্যায়ে দুজনই ডুবে যান। পরে ১০ মিনিট খুঁজে অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাধারণ শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বৃষ্টিতে লেকপাড়ে ভিজতে বের হয় ওই দুই শিক্ষার্থী। এ সময় লেকের পানিতে ডুবে যাওয়ার ১০ মিনিট পর তাদের খুঁজে পাওয়া যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝুম বৃষ্টি হচ্ছিল। এ সময় দুই শিক্ষার্থী লেকপাড়ে বৃষ্টিতে ভিজছিল। পরে বৃষ্টিতে ভেজার পর তারা বিশ্ববিদ্যালয় লেকে পড়ে নিখোঁজ হয়।