আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন অফিসারবৃন্দের ২ মাসব্যাপী ট্রেনিং কোর্স শুরু

Posted on August 1, 2023

কর্পোরেট ডেস্ক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এ নতুন নিয়োগপ্রাপ্ত ৫০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ২ মাসব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স অন ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক ট্রেনিং কোর্স শুরু হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে উক্ত কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স ইনস্টিটিউট এর ডিরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী নতুন জয়েনকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, সততা, নিষ্ঠা, একাগ্রতা, কর্মদক্ষতার মাধ্যমে একজন আদর্শ ব্যাংকার তৈরি হয়। প্র্রত্যেককে সেবামূলক মনোভাব নিয়ে প্রচলিত আইন ও নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের দিকনির্দেশনা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে।

শরীয়াহ্ পরিপালনের মাধ্যমে গ্রাহককে অত্যাধুনিক সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করার বিষয়ে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।