নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও সহযোগী খাতের কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ জানুয়ারি) সকাল ১০ টায় কোম্পানিটির চেয়ারম্যান মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কোম্পানিটির পরিচালক প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, ড. সন্তোষ কুমার দেব, মো. সজিব হোসেনসহ কোম্পানির শেয়ার বিনিয়োগকারীগন।
কোম্পানি সেক্রেটারি সাদিয়া আফরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানিটির চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন।
এছাড়া শেয়ারহোল্ডার পরিচালক (মিনোরী বাংলাদেশ লিমিটেড কর্তৃক মনোনীত) মো. নাসির সিকদার, মোহাম্মদ মুরাদ হোসেন, মো. রুবেল সরদার ও প্রতিষ্ঠানটির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্ব-শরীরে উপস্থিত ছিলেন।
ডিজিটাল প্লাটফর্মে গতকাল শনিবার সকাল ১০টায় মতামত ও ভোটগ্রহণ শুরু হয়ে চলে রোববার সকাল ১০টা ২০মিনিট পর্যন্ত। ভোটে সর্বসম্মতিক্রমে মিনোরী বাংলাদেশ লিমিটেড কর্তৃক বিনিয়োগকৃত ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪৪ টাকার বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৫০৪টি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের পক্ষে ভোট পড়ে ২,৫৭,৫৮,২৩০ টি ও বিপক্ষে ৩,১২৯ টি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইজিএম সম্পন্ন এমারেল্ড অয়েলের https://corporatesangbad.com/3978/ |