খেলাধুলা: শেষঅবদি ক্রিস্টিয়ানো রোনালদোর মনে স্বস্তি ফিরলো । মোনাস্তিরের বিপক্ষে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপ ম্যাচে তার গোলেই ঘুরে দাঁড়ায় আল নাসর এবং জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে।
আর এক গোল করেই রেকর্ডের পাতায় নাম লিখেছেন রোনালদো। ৪২ মিনিটে তালিস্কার গোলে এগিয়ে যায় আল নাসর। কিন্তু ৬৬ মিনিটে আলি লাজামির আত্মঘাতী গোলে লিড ধরে রাখতে পারেনি তারা।
৭৪ মিনিটে ডান দিক থেকে লম্বা ক্রসে ব্যাকপোস্টের সামনে থেকে হেড করেন রোনালদো। গোলকিপারকে কোনও সুযোগ না দিয়ে জালে জড়ায় বল। বাধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন পর্তুগিজ ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে রেকর্ড ১৪৫তম গোল করলেন তিনি। পেছনে ফেললেন সর্বকালের শীর্ষ হেড গোলদাতা গার্ড মুলারকে। জার্মান কিংবদন্তি ১৪৪টি গোল করেছিলেন হেড থেকে। আর এনিয়ে টানা ২২তম মৌসুমে গোল করলেন রোনালদো।
এরপর আর ফিরে তাকাতে হয়নি আল নাসরকে। শেষ তিন মিনিটে দুই গোল করে তারা। আব্দুলেলাহ আল আমরি ও আব্দুলআজিজ সৌদ আল এলেবাই করেন গোল দুটি।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
হেড থেকে গোলে রেকর্ড গড়লেন রোনালদো https://corporatesangbad.com/39750/ |