স্পোর্টস ডেস্ক : গত বছরের একেবারে শেষের দিকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি। রোগ সারলেও ম্যাচ ফিটনেস না থাকায় একের পর এক ম্যাচ খেলতে পারেননি তিনি। বাদ পড়েছেন আর্জেন্টিনার আসন্ন বিশ্বকাপ যোগ্যতাপর্বের ম্যাচের দল থেকেও। তবে অবশেষে প্যারিস সেইন্ট জার্মেইঁ (পিএসজি) হয়ে মাঠে ফিরতে চলেছেন লিও।
মেসির প্রত্যাবর্তন প্রসঙ্গে দলের কোচ মরিসিও পচেতিনো সাংবাদিক সম্মেলনে বলেন, “মেসি এই সপ্তাহে গোটা দলের সঙ্গেই ভাল ভাবে অনুশীলন করেছে এবং ও দলে ফেরায় আমি ভীষণ খুশি। ও পরের ম্যাচের দলে থাকছে।“
করোনা আক্রান্ত হওয়ায় পিএসজির হয়ে চলতি মৌসুমে বছরে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলতে পারেননি মেসি। সেই দিক থেকে দেখতে গেলে এটা মেসির কামব্যাকের ম্যাচ।
এ দিকে কিলিয়ান এমবাপের হালকা চোট রয়েছে। তবে তিনিও পিএসজির দলে রয়েছেন। ২১ ম্যাচের পর লিগ ওয়ান তালিকায় পিএসজি ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা নিসের থেকে মেসির দল এগিয়ে রয়েছে ১১ পয়েন্টে।
ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার বাবর আজম