স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। চলতি অ্যাশেজ সিরিজ শেষেই জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন এই ইংলিশ পেসার।
শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টায় অবসরের সিদ্ধান্ত নেন তারকা এই পেসার।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্রডের অভিষেক হয় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির মধ্য দিয়ে ২০০৬ সালের আগস্টে। সেই থেকে ইংল্যান্ড দলকে তিনি তিন ফরম্যাটেই সার্ভিস দিয়েছেন দীর্ঘ ১৭টি বছর।
চলতি অ্যাশেজেই টেস্ট ক্যারিয়ারের ৬০০তম উইকেটের স্বাদ পেয়েছেন ব্রড। ক্রিকেটের তিন ফরম্যাটে খেললেও ব্রড অনবদ্য ছিলেন টেস্ট ফরম্যাটে। ইংল্যান্ডের জার্সিতে ১৬৬টি টেস্ট খেলেছেন তিনি। পাশাপাশি ১২১টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৮৪৩ উইকেট। ওভালে চলমান অ্যাশেজের শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি।
ক্রিকেটকে বিদায় জানানো ব্রড বলেন, এটা দারুণ একটি যাত্রা ছিল। ন্যাটিংহ্যামশায়ার ও ইংল্যান্ডের ব্যাজ পরতে পারা আমার জন্য অনেক গৌরবের ছিল। আমি ক্রিকেটকে আগের মতোই ভালোবাসি। দারুণ একটি সিরিজের অংশ হয়েছি এবং আমি সব সময় সেরা হিসেবে শেষ করতে চেয়েছি।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ক্রিকেটকে বিদায় জানালেন ব্রড https://corporatesangbad.com/39409/ |