Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
সারাদেশ-টুকিটাকি

চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে ফের এক নববধূর আত্মহত্যা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে রুবাইয়া খাতুন (১৮) নামে এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে রুবাইয়া খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

রুবাইয়া খাতুন চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের মাঝেরপাড়ার সাইফুল ইসলামের মেয়ে।

এর আগে প্রেমের সম্পর্ক থাকায় অমতে বিয়ে দেয়ায় বুধবার (১৩ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকায় বিয়ের এক সপ্তাহের মাথায় গলায় ফাঁস দিয়ে শ্রাবণী আক্তার লাবণী (১৯) নামে এক নববধূ আত্মহত্যা করেন।

রুবাইয়া খাতুনের মা রজিনা খাতুন বলেন, গত এক সপ্তাহ পূর্বে আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সৌদি প্রবাসী রুবেলের সাথে আমার মেয়ে রুবাইয়ার সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। বুধবার দুপুরে আমার জামায় রুবেলের সাথে আমার মেয়ে আমার বাড়িতে আসে। বৃহস্পতিবার সকালে সকলের অজান্তে নিজ শয়নকক্ষে বিষপান করে।

তিনি আরও বলেন, গত এক বছর যাবত আমার মেয়ের মাথায় সমস্যা ছিল। কবিরাজি চিকিৎসাও চলছিল। মূলত মাথার সমস্যার কারণেই আমার মেয়ে আত্মহত্যা করেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদুজ্জামান বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর রুবাইয়া খাতুনকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

পাঁচকমলাপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসএই) আছের আলী বলেন, ছয় মাস পূর্বে মোবাইলের মাধ্যমে প্রবাসি রুবেলের সাথে বিবাহ হয় রোকেয়ার। এক সপ্তাহ আগে রুবেল বাড়িতে আসলে বিয়ে তোলা হয়। এরপর শ্বশুর বাড়িতে বেড়াতে আসে তারা। বৃহস্পতিবার সকালে রোকেয়া বিষপান করে আত্মহত্যা করে। তার মাথায় সমস্যা ছিল বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন।

বিয়ের এক সপ্তাহের মাথায় নববধুর আত্মহত্যা

আরো খবর »

শিবচরে থ্রি হুইলার-সিএনজি সংঘর্ষে নিহত ১

উজ্জ্বল হোসাইন

মির্জাগঞ্জে মুদিদোকানে মাদক ব্যবসা, আটক ১

উজ্জ্বল হোসাইন

মির্জাগঞ্জে ইটভাটায় হুমকিতে কৃষি জমি

উজ্জ্বল হোসাইন