Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ইবিতে মেধা তালিকায় ভর্তির পরও ৮৩ শতাংশ আসন শূন্য

শাহরিয়ার কবির রিমন, ইবি (কুষ্টিয়া) : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে প্রথম মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবার পর ২০৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এতে ৮৩.৩ শতাংশ আসন এখনো খালি রয়েছে।

এ বছর গুচ্ছ ভর্তি পদ্ধতিতে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ৯৭৫ জনের মধ্যে ৬১জন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৬৪৭ জনের মধ্যে ২৫২জন ও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৪৩ জন মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের মধ্যে ৯৭ জন সাক্ষাৎকারে অংশ নিয়েছেন।

জানা যায়, গত ৪ ও ৫ জানুয়ারি দুই দিন প্রথম মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে বিষয় বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০৭ জন ভর্তীচ্ছু অংশ নেয়। মেধাতালিকায় থাকা ভর্তীচ্ছুদের বৃহৎ অংশ সাক্ষাৎকারে অংশ না নেওয়ায় পরবর্তী সময়ে আবারও সাক্ষাৎকার নেওয়া হয়। ১১ জানুয়ারি পর্যন্ত চলে এ ভর্তি প্রক্রিয়া।

মেধাতালিকা প্রাপ্তদের মধ্যে এতো কম সংখ্যক শিক্ষার্থী সাক্ষাৎকারে অংশ নেওয়ার কারণ জানতে চাইলে ‘এ’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আব্দুস সামাদ বলেন, ‘মেধাতালিকায় যারা এখানে প্রথম দিকে রয়েছে তারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা অনান্য বিশ্ববিদ্যালয়েও সচারাচর মেধাতালিকায় থাকেন। যার কারণে হয়তো তারা অনান্য প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকতে পারে আর এজন্য মেধাতালিকা থেকে সাক্ষাৎকারে কম সংখ্যক শিক্ষার্থী অংশ নিয়েছে বলে মনে হচ্ছে।’

খালি আসনগুলোতে ভর্তির জন্য আগামী ১৯শে জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই তালিকায় স্থানপ্রাপ্তদের ২৫শে জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। এরপরও আসন খালি থাকলে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরো খবর »

রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস আজ

উজ্জ্বল হোসাইন

শাবি ভিসির পদত্যাগের দাবীতে বরিশালে অবস্থান কর্মসূচি

উজ্জ্বল হোসাইন

অনশন ভাঙলেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

উজ্জ্বল হোসাইন