চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় দুই কেজি গাঁজাসহ মুনছুর আলী (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
শনিবার সকালে মুনছুর আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির পাশ থেকে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে মুনছুর আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত মুনছুর আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার হক পাড়ার মৃত গোপাল শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপপরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মুনছুর আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির পাশ থেকে মুনছুর আলীকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুনছুর আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ' টাকা জরিমান করেন। সাজাপ্রাপ্ত মুনছুর আলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় মাদক কারবারির এক বছরের কারাদণ্ড https://corporatesangbad.com/39340/ |