তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় তাদেরকে গোয়ালাবাজার এলাকা থেকে আটক করা হয়।
আটকৃতরা হলেন,সিলেট বিশ্বনাথ এলাকার দেওকলম গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে সায়েক মিয়া (৪০) ও ভারতের আগরতলা এলাকার জয়পুর গ্রামের পিয়ারী মোহন বর্মন এর ছেলে কৃষ্ণবর্মন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমল কুমার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় ইয়াবার একটি বড় চালান শেরপুর হয়ে সিলেট এলাকায় যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শেরপুর এলাকায় অভিযান করলে মাদক ব্যবসায়ীরা টের পেয়ে একটি গাড়িযোগে সিলেটের দিকে রওনা দেয়। এসময় তাদের পিছু নিয়ে গোয়ালাবাজার এলাকায় একটি মিষ্টির দোকান থেকে তাদেরকে আটকের পর তাদের থেকে হাতেনাতে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মাদক কারবারিদের সিলেটের গোয়ালাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২ https://corporatesangbad.com/39324/ |