মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া সড়কের পাশ থেকে মো: রিজভী (২৪) নামক এক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার হারবাং স- মিল স্টেশন সংলগ্ন এলাকায় (চট্টগ্রাম – কক্সবাজার) মহাসড়কের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত চালক চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাইজ কাকারা, আমিনের পুত্র। সে অটোরিকশা চালক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ।
তিনি স্থানীয়দের বরাতে বলেন, সকালে (চট্টগ্রাম – কক্সবাজার) মহাসড়কের পাশ তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় সড়কের পাশ থেকে চালকের মৃতদেহ উদ্ধার https://corporatesangbad.com/39322/ |