পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়াকে অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে চীন

Posted on July 28, 2023

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও চীনের অর্থনৈতিক সমর্থনে শক্ত অবস্থানে রয়েছে রাশিয়া। মূলত চীনের কারণেই মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার বড় কোনো প্রভাব পড়তে পারেনি।

মার্কিন গোয়েন্দা সংস্থার একটি গোপন প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আমেরিকার ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা এই রিপোর্ট প্রকাশ করেন।রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে এবং এরপর থেকে চীন রাশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মিত্রে পরিণত হয়েছে। বেইজিং মস্কোর জন্য নানা উপায়ে অর্থনৈতিক সমর্থন দেয়ার চেষ্টা করছে যা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রভাব তেমন একটা পড়ছে না বরং এতে নিষেধাজ্ঞার প্রভাব কমছে এবং পণ্য রপ্তানি নিয়ন্ত্রণে থাকছে।

মার্কিন গোয়েন্দা রিপোর্টে আরো বলা হয়েছে, রাশিয়া থেকে চীন জ্বালানি আমদানি জোরদার করেছে এবং অপরিশোধিত তেল লেনদেনের ক্ষেত্রে ট্যাঙ্কার এবং ইন্সুরেন্স সুবিধা দিচ্ছে। এছাড়া, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য চীন সম্ভবত সিভিলিয়ান-মিলিটারি সরঞ্জাম সরবরাহ করেছে যা দুই খাতেই ব্যবহার করা যায়।

সূত্র : রয়টার্স।

কর্পোরেট সংবাদ/এএইচ