এসএসসিতে প্রশংসনীয় ফলাফল মারুফা’র

Posted on July 28, 2023

অনলাইন ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আকতার।

শুক্রবার (২৮ জুলাই) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এই তথ্য জানা যায়। তিনি ৪ দশমিক ৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন মারুফা। এই ফলাফলে সন্তুষ্ট তিনি।

মারুফা বলেন, সবার দোয়ায় আমি এই রেজাল্ট করেছি। সবাই দোয়া করবেন, খেলাধুলার সঙ্গে পড়াশোনাটাও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি।

মারুফার বাবা মোহাম্মদ আইমুল্লাহ জানান, আমার মেয়ে খেলাধুলা করেও যে রেজাল্ট করেছে, তাতে আমি অনেক খুশি। আপনারা দোয়া করবেন, আগামী দিনেও যেন সে আরও ভালো রেজাল্ট করতে পারে।

মারুফার বাড়ি নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাস্টার পাড়ায়। অনূর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা পান মারুফা। সম্প্রতি শেষ হওয়া সিরিজেও তার বলিংয়ে তোপের মুখে পড়ে ভারত। প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে তিনি বড় ভূমিকা রাখেন।

কর্পোরেট সংবাদ/এএইচ