বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক

Posted on July 28, 2023

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুকের সন্ধান মিলেছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের রাস্তায় ভিক্ষা করে বেড়ানো ভরত জৈন-ই এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভরত জৈনের মোট সম্পদের পরিমাণ ৭ কোটি ৫০ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা। তিনি ভিক্ষা করে প্রতি মাসে ৬০ হাজার থেকে ৭৫ হাজার রুপি বা বাংলাদেশি মুদ্রায় ৮০ থেকে ১ লাখ টাকা আয় করেন।

নগদ অর্থের পাশাপাশি মুম্বাইয়ে ৩টি অ্যাপার্টমেন্টও রয়েছে ভরতের। এছাড়া মুম্বাইয়ের সংলগ্ন শহর থানেতে দু’টি দোকান কিনে ভাড়া দিয়েছেন তিনি। প্রতি মাসে দোকানগুলো থেকে ভাড়া বাবদ আয় হয় ৬০ হাজার রুপি।

ব্যক্তিগত জীবনে ভরত জৈন বিবাহিত। তার পরিবারে রয়েছে স্ত্রী, দুই ছেলে, এক ভাই ও বাবা। নিজের ৩টি ফ্ল্যাটের একটিতে পরিবার নিয়ে থাকেন ভরত। তার ছেলেরা পড়েছে ভারতের সবচেয়ে দামী শিক্ষাপ্রতিষ্ঠান বলে পরিচিত কনভেন্ট স্কুলে। তার দোকান ও অন্যান্য সম্পত্তি দেখাশোনা করেন তার ভাই ও ছেলেরা।

জানা গেছে, আর্থিক অস্বচ্ছলতার কারণে ছোটবেলায় পড়াশোনা করতে পারেননি ভরত। কেবলমাত্র ভিক্ষা করেই সেই অসচ্ছলতা কাটিয়ে উঠেছেন তিনি। তবে যথেষ্ট অর্থ-সম্পদ থাকা সত্ত্বেও এখনো ভিক্ষা করা ছাড়েননি ভরত।

প্রতিবেশীরাও তাকে ভিক্ষা ছেড়ে অন্য কাজ করার পরামর্শ দিয়েছেন। তাতেও রাজি নন ভরত। এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, এই পেশা তাকে কোটিপতি বানিয়েছে। তাই অন্য কাজের ঝুঁকি নিয়ে পথে বসতে রাজি নন তিনি।

প্রতিদিন সাধারণ ভিক্ষুকের মতো ছেঁড়া-মলিন কাপড়, উস্কোখুস্কো চেহারা ও চুলে সেজে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল রেল স্টেশনে যান তিনি এবং ১০ থেকে ১২ ঘণ্টা ভিক্ষা করেন। তার দৈনিক উপার্জন ২ হাজার টাকার নিচে কখনও নামে না বলে জানা গেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস