বিশ্বসভায় দেশের সাফল্যগাথা তুলে ধরলেন বিবিএফ চেয়ারম্যান প্রফেসর মাসুদ এ খান

Posted on January 4, 2022
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হকের সাথে প্রফেসর মাসুদ এ খান, সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম ও অন্যান্যরা

হেলাল সাজওয়াল; বিশ্বসভায় বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যগাথা তুলে ধরলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ (বিডা) র অফিসিয়াল পার্টনার বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ) ও বিবিএফ গ্লোবালের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন প্রফেসর মাসুদ এ খান।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াংশিটন ডিসিতে অনুষ্ঠিত বাংলাদেশ কমিউনিটির বিশ্বের সেরা সংগঠন ফোবানা কনভেশন ২০২১ এ বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে গত ২৬ থেকে ২৮ নভেম্বর ২০২১ গেলর্ড ইন্টারন্যাশনাল রিজোর্ট ও কনভেশন সেন্টার এ অনুষ্ঠিত কনফারেন্সে বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বের উন্নয়নের রোলমডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশ এখন বহু দেশের জন্য একটি অনুকরণীয় রাষ্ট্র হিসেবে বিশ্বসভায় মর্যাদার আসন অধীকার করেছে।

এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীদের প্রশাংসা করে মাসুদ এ খান বলেন, আপনাদের প্রেরিত অর্থে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি বেগবান হচ্ছে এখন বাংলাদেশের রিজার্ভ ৪৫ বিনিয়ন মার্কিন ডলার । এটি আপনাদের জন্যই সম্ভব হয়েছে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে সকলের চোখ এখন বাংলাদেশে; বিদেশী বিনিয়োগের উজ্জ্বল একটি সম্ভাবনা বাংলাদেশে তৈরি হয়েছে । বাংলাদেশ সরকার ১০০টি ইকোনোমিক জোন বিদেশী বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত রেখেছে। আপনারা আপনাদের স্বদেশে বিনিয়োগ করুন যেখানে আমাদের সরকার সর্বোচ্চ মুনাফা নিশ্চিতকল্পে বদ্ধপরিকর।

উল্লেখ্য, উক্ত ফোবানা কনভেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব একেএম মোজাম্মেল হক, এমপি । এই কনভেশনে যুক্তরাস্ট্রে বসবাসরত বহুসংখ্যক বাংলাদেশীসহ বিভিন্ন দেশ থেকে আগত বিনিয়োগকারীগণ উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট-২০২১’। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত থেকে বাংলাদেশিদের সঙ্গে বিনিয়োগ ও রেমিট্যান্সের সুযোগ, উদ্ভাবন, ব্র্যান্ডিং ও ডিজিটাল বাংলাদেশ গঠনের বিষয়ে মতবিনিময় করেন এবং তরুণদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে, দেশের জন্য কাজ করার আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন এনআরবি সিআইপি এ্যাসোসিয়েশনের সভাপতি মাহাতাবুর রহমান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্রদূত আবু জাফর ও দুবাই-এ নিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

এ সামিটে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ (বিডা) ও বেটার বাংলাদেশ ফাউন্ডেশন বিবিএফ কৌশলগত অংশিদার হিসেবে যোগ দেন। এ সময় বিবিএফ চেয়ারম্যান প্রফেসর মাসুদ এ খান প্রবাসি বাংলাদেশীদের উদেশ্যে বলেন, আপনাদের প্রেরিত অর্থে বাংলাদেশের অর্থনীতির চাকা বেগবান হচ্ছে। প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আপনাদেরকে বিবিএফ ও বিডার পক্ষ থেকে সেলুট জানাই।
তিনি সেখানে উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্ববান জানিয়ে আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে চলেছে এবং এখানে রয়েছে বিনিয়োগের এক উজ্জ্বল সম্ভাবনা তথা সর্বোচ্চ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এর সুযোগ। আপনারা অনাবাসী বাংলাদেশী হিসেবে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তী সারা বিশ্বে তুলে ধরতে পারেন।

এ সামিটের আয়োজক হিসেবে ছিলো এনআরবি সিআইপি এ্যাসোসিয়েশন ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন এবং কৌশলগত পার্টনার হিসেবে ছিলো বিডা ও বিবিএফ।