কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (আইবিএসএল) বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরষ্কার ২০২২ লাভ করেছে।
২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি প্রধান অতিথি হিসেবে আইবিএসএলের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ জাহিদুল ইসলাম এফসিএমএ-র নিকট এ পুরষ্কার হস্তান্তর করেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। পুঁজিবাজারে আইবিএসএলের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্টক ব্রোকার এবং স্টক ডিলার ক্যাটাগরিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ পুরস্কার প্রদান করে।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইসলামী ব্যাংক সিকিউরিটিজের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরষ্কার লাভ https://corporatesangbad.com/39179/ |