নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ (২৭ জুলাই) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-বার্জার পেইন্টস, ব্যাংক এশিয়া, এক্সিম ব্যাংক, ন্যাশনাল হাউজিং, ইউনাইটেড ফাইন্যান্স, দেশ জেনারেল ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স, মেঘনা ইন্সুরেন্স, নর্দান ইসলামি ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স, ওয়ান ব্যাংক, আলআরাফা ইসলামি ব্যাংক, ইষ্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মেঘনা লাইফ ইন্সুরেন্স এবং ইষ্টার্ন ইন্সুরেন্স লিমিটেড।
জানা যায়, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পর্ষদের সভা আজ ২৭ জুলাই বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে বহুজাতিক কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
সর্বশেষ ৩১ মার্চ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বার্জার পেইন্টসের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২২ আগস্ট বেলা ১০টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৬ জুন।
ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভা আজ ২৭ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা আজ ২৭ জুলাই বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ন্যাশনাল হাউজিংয়ের পরিচালনা পর্ষদের সভা আজ ২৭ জুলাই বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ ২৭ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
দেশ জেনারেল ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদের সভা আজ ২৭ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
পাইওনিয়ার ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদের সভা আজ ২৭ জুলাই বিকেলে সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
মেঘনা ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদের সভা আজ ২৭ জুলাই ২টা ৩১ মিনিটে অনুষ্ঠিত হবে।
নর্দান ইসলামি ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদের সভা আজ ২৭ জুলাই ৩টায় অনুষ্ঠিত হবে।
ফেডারেল ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদের সভা আজ ২৭ জুলাই ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
রিলায়েন্স ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদের সভা আজ ২৭ জুলাই ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা আজ ২৭ জুলাই ৩টায় অনুষ্ঠিত হবে।
আলআরাফা ইসলামি ব্যাংকের পর্ষদের সভা আজ ২৭ জুলাই ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ইষ্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা আজ ২৭ জুলাই ৪টায় অনুষ্ঠিত হবে।
যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা আজ ২৭ জুলাই ৪টায় অনুষ্ঠিত হবে।
মেঘনা লাইফ ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদের সভা আজ ২৭ জুলাই ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এবং ইষ্টার্ন ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদের সভা আজ ২৭ জুলাই ৩টায় অনুষ্ঠিত হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
১৭ কোম্পানির বোর্ড সভা আজ https://corporatesangbad.com/39116/ |