এবার রুপালি পর্দায় ধোনি!

Posted on July 26, 2023

বিনোদন ডেস্ক: রাঁচির রাজপুত্র মহেন্দ্র সিং ধোনির 'সেকেন্ড হোম' চেন্নাই! এই নিয়ে কোনও সন্দেহ নেই। সারা বিশ্বে ধোনির জনপ্রিয়তা এককথায় গগনচুম্বী। তবে আইপিএলের সৌজন্যে চেন্নাই সুপার কিংসের 'থালা' কার্যত পূজিত হন চেন্নাই ও গোটা দক্ষিণ ভারতেই। ভুবনজয়ী ভারত অধিনায়কের ক্রিকেটে ক্যারিয়ার বাদ দিলেও, তাঁর আরও বেশ কিছু পরিচয় রয়েছে। ধোনির নিজস্ব প্রোডাকশন হাউস ও হোটেল ব্যবসা রয়েছে। এমনকী তিনি বেঙ্গালুরুতে চালান একটি গ্লোবাল স্কুলও।

১০৪০ কোটি টাকার মালিক এবার রুপালি পর্দায় পা রেখেছেন। তবে ক্যামেরার সামনে নয়, ছবির নেপথ্যে তিনি। মিস্টার অ্যান্ড মিসেস ধোনির প্রোডাকশান হাউসের ব্যানারে আসতে চলেছে তামিল ছবি 'লেট'স গেট ম্যারেড ওরফে এলজিএম'। চেন্নাইতে ছবির প্রমোশনে ছিলেন সাক্ষী। সেখানেই ধোনিঘরণীর কাছে জানতে চাওয়া হয়েছিল, এবার কি তাঁর স্বামীকে বড়পর্দায় দেখা যাবে?

সাক্ষী বিরাট সম্ভাবনার কথা শুনিয়েছেন চেন্নাইয়ের ওই অনুষ্ঠানে। এমনকী চরিত্রও বেছে নিয়েছেন সাক্ষী।

তিনি বলেন, 'যদি সত্যিই ভালো কিছু থাকে, তাহলে মাহি হয়তো অভিনয় করতে পারে। ও তো প্রচুর বিজ্ঞাপনে কাজ করেছে। ওর একেবারেই ক্যামেরা নিয়ে কোনও অস্বস্তি নেই। জানে কীভাবে অভিনয় করতে হয়! সেই ২০০৬ সাল থেকেই তো অভিনয় করছে। যদি আমাকে ওর জন্য কোনও চরিত্র বেছে দিতে হয়, তাহলে বলব অবশ্যই অ্যাকশন সিনেমা ঠিক হবে ওর জন্য। কারণ মাহি সবসময়ে অ্যাকশনে থাকে।' ধোনির সিএসকে হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চলতি বছর। ভারতের জোড়া বিশ্বকাপ জয়ী আবারও বুঝিয়ে দিয়েছেন যে, অধিনায়কত্ব যদি ব্র্যান্ড হয়। তাহলে তিনিই তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ধোনি এমন একজন অধিনায়ক যিনি ম্যাচের যে কোনও পরিস্থিতিতেই তাঁর মাথায় ছকে ফেলা পরিকল্পনাগুলি এ, বি, সি করে কাজে লাগাবেনই, লাগাবেন। ঠিক সেই কারণে মাহির মাস্টারমাইন্ড অন্য গ্রহের। ফের মাহিবন্দনায় মুখর হয়েছিলেন সকলেই।
সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

হারমানপ্রীতকে দুই ম্যাচ নিষিদ্ধ করল আইসিসি

সবচেয়ে দামি বাড়ি যে ক্রিকেটারের!

“মহানায়ক” পুরস্কার পেল অঙ্কুশ, তালিকায় রয়েছেন যারা

‘এমআর-৯’ সিনেমার ট্রেলার প্রকাশ