মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ঘিয়ালা পশ্চিমপাড়া গ্রামের টিনের প্রাচীরে ঘেরা বসত বাড়ী থেকে চাষ করা ৫৫টি গাঁজা গাছ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাঁজা চাষির বাড়ী ঘেরাও করে ১ মন ওজনের গাছ ও বাড়ীর মালিক আছের আলী (৪০) কে গ্রেপ্তার করে। আছের একই গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে ব্যবসা করে আসছিল।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোঃ সুমন আহমেদ জানান, উপজেলার ঘিয়ালা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আছের আলী নিজ বাড়ীর সীমানাতে টিনের প্রাচীর ঘিরে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে ব্যবসা করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ১ মন ওজনের গাঁজার গাছ সহ আছেরকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এবিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গাঁজা চাষি আছের আলীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
উল্লাপাড়ায় গাঁজার গাছসহ চাষি আটক https://corporatesangbad.com/38975/ |