কক্সবাজারের ছিনতাইয়ের কবলে পড়া টমটম চালকের মৃত্যু

Posted on January 8, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মিজান নামের এক টমটম চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সংলগ্ন প্রধান সড়কের আমগাছতলা নামক স্হানে এঘটনা ঘটে।

মিজানের সাথে থাকা তার মামা মোহাম্মদ হোসেন জানান, শহর থেকে বাস টার্মিনালের টমটমের গ্যারেজে যাওয়ার পথে আমগাছতলায় ছিনতাইকারীরা টমটম চালক মিজানের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গতিরোধ করে মিজান, পরে ছিনতাইকারীরা মিজানকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে।

আহত অবস্হায় মিজান কে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়, তার চিকিৎসাও শুরু হয়, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত মিজানরে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ২৫ বছর বয়সী মিজান মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ার আনসার উল্লাহর পুত্র।

এদিকে মিজানের স্বজন ও সহকর্মীরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন।

ঘটনার পর পরই রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

কুলাউড়ায় ১৬ বোতল ফেন্সিডিলসহ কারবারি আটক

স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে ঢোকার সময় রোহিঙ্গা আটক