তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুরবাড়িতে রুবেল আহমেদ (৩৪) নামে এক যুবককে হত্যার খবর পাওয়া গেছে। উপজেলার কর্মধা গ্রামে শ্বশুরবাড়িতে যুবকের চাচা শ্বশুর তাঁকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে।
নিহত রুবেলের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে রোববার (২৩ জুলাই) রাত ১০টার দিকে শ্বশুরবাড়িতে রুবেলকে কুপিয়ে মারাত্মক জখম করে তার চাচা শ্বশুর ও তাঁর পরিবারের সদস্যরা। এসময় আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সময় অপর একজন আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করতে সোমবার সাড়ে ১২টায় মুঠোফোনে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, জমি নিয়ে বিরোধের জেরে রুবেল আহমেদ নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং থানা পুলিশ সানুর মিয়া নামক এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী মৃত ব্যক্তির সম্পর্কে (শ্যালক) বলে জানান ওসি। তিনি আরও বলেন বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শশুর বাড়িতে যুবককে কুপিয়ে হত্যা https://corporatesangbad.com/38635/ |