Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
বিনোদন ভিডিও গ্যালারী

রণবীরের ’83’ সিনেমার ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক : অবশেষে মুক্তি পেল রণবীর সিং অভিনীত বহু প্রতিক্ষীত ছবি ’83’-র ট্রেলার। ১৯৮৩-তে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ওয়ার্ল্ড কাপ জয়ের প্রেক্ষাপটে এই ছবিটি তৈরি হয়েছে। তৎকালীন ক্যাপ্টেন কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তাঁর স্ত্রী রমি দেবের ভূমিকায় ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাডুকোনকে।

অভিনেতা হিসেবে ইতিমধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন রণবীর সিং। ’83’-র ট্রেলারে তাঁর অভিনয়ের ঝলক দেখে আপ্লুত অনুরাগীরা। সোশ্য়াল মিডিয়ায় তাঁর লুকস নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। বাস্তবের কপিল দেবের মতোই কথা বলা, হাঁটা, বল ডেলিভারির ধরন, মুখের গড়ন এবং তাকানোর ধাঁচে কপিল দেবের যথাযথ অনুকরণ করেছেন রণবীর। নেটিজেনরা বলছেন, এক পলকে দেখলে বোঝা মুশকিল!

কেবল নেটিজেনরা নয়, ট্রেলার দেখে প্রশংসা করেছেন অভিষেক বচ্চন, রকুলপ্রীত সিং, মণীশ মালহোত্রার মতো বলিউড স্টাররাও। কবীর খান পরিচালিত চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ’83’। করোনা আতঙ্ক কিছুটা কমে যাওয়ায় সিনেমা হলেই মুক্তি পাবে ছবিটি। রণবীর ছাড়াও ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পঞ্কজ ত্রিপাঠী, তাহির রাজ ভাসিন, সাকিব সালিম, নিশান্ত দাহিয়া, হার্দিক সান্ধুস।

আরো খবর »

পর্দায় ফিরছেন ‘কাকাবাবু’, ‘বুম্বাকে শুভ কামনা’ অমিতাভ বচ্চনের

উজ্জ্বল হোসাইন

কাঞ্চন-নিপুণ প্যানেলের ২২ দফা ইশতেহার ঘোষণা

উজ্জ্বল হোসাইন

হঠাৎ প্রকাশ্যে পপি, যা বললেন ভিডিও বার্তায়

উজ্জ্বল হোসাইন