Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
অর্থ-বাণিজ্য

হিলিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩-৫ টাকা

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুইদিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৩-৫ টাকা বেড়েছে। সাম্প্রতিক সময়ে লোকসানের দরুন পেঁয়াজ আমাদনি কমিয়ে আনেন আমদানিকারকরা। ফলে কয়েকদিন নিম্নমুখী থাকার পর বর্তমানে বেড়েছে পেঁয়াজের দাম। ফলে বিপাকে পড়েছে বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষজন।

এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় ‍সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে বর্তমানে দুই জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। এর মধ্যে একটি ইন্দোর ও অন্যটি নগর জাতের পেঁয়াজ। দুইদিন আগে ইন্দোর জাতের পেঁয়াজের ট্রাকসেল ছিল প্রতি কেজিতে ২০-২২ টাকা। বর্তমানে তা বেড়ে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে নগর জাতের পেঁয়াজের দাম অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এ জাতের পেঁয়াজ ট্রাকসেলে বিক্রি হচ্ছে ৩০-৩১ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে তবে আমদানি আগের তুলনায় কিছুটা কমেছে। আগে বন্দর দিয়ে ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ১৫-২০ ট্রাক আমদানি হচ্ছে। বৃহস্পতিবার বন্দর দিয়ে ১৯ ট্রাকে ৫৭২ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

আরো খবর »

২৫ জানুয়ারি থেকে বিমানের শারজাহ ফ্লাইট চালু

উজ্জ্বল হোসাইন

জাতীয় ভোক্তা-অধিকার: বিভিন্ন অপরাধে ১০৬ প্রতিষ্ঠানকে ৮ লক্ষ ৮৮ হাজার টাকা জরিমানা

Tanvina

বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চায় ইরাক

Tanvina