তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে টিসিবি পন্য বিক্রয়ের আড়ালে ইয়াবা ট্যাবলেট বিক্রির সঙ্গে জরিত থাকলেও রয়ে যায় আড়ালে। বিভিন্ন রকম কৌশল ফন্দি আঁটে এ টিসিবি সেলিম। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের আওতাধীন ক্যাথলিক মিশন রোডের বাসিন্দা উপজেলা তাতী দলের সাবেক সভাপতি আলমগীর হোসেন টিসিবি সেলিম।
টিসিবি পন্য নির্দিষ্ট ব্যক্তিদের দৌড় গৌড়ায় না দিয়ে নিজের মত করে যত্রতত্র বিক্রি করে দেওয়ার ও অনেক অভিযোগ রয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ইয়াবা কারবারি টিসিবি সেলিমকে (৩৬) গত ১৯ জুলাই চন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অপর এক আসামি ইয়াবা খরিদ করতে আসলে পূর্ব তথ্য অনুযায়ী উৎ পেতে থাকা পুলিশ ঐ সময় একজনকে গ্রেপ্তার করতে পারলেও টিসিবি সেলিম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। শেষ পর্যন্ত শনিবার (২২ জুলাই) তদন্তকারী কর্মকর্তা দুর্জয় সরকার সহ একদল পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
টিসিবি আলমগীর সেলিম ৬নং আশিদ্রোন ইউপির ফটকি খোশবাস এলাকার মৃত সফি উল্লাহ এর ছেলে। বর্তমান বাসস্থান আর,কে মিশন রোডের মহসিন মিয়ার বাসায় ভাড়াটিয়া বলে জানা যায় এজাহার সুত্র মতে। পরে ২০১৮ এর ৩৬(১) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে পুলিশি প্রহরার মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান শ্রীমঙ্গল থানা পুলিশের এস আই দূর্জয় সরকার।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
অবশেষে মাদক কারবারি "টিসিবি সেলিম" গ্রেপ্তার https://corporatesangbad.com/38490/ |