৩ কোম্পানির পর্ষদ সভা আজ

Posted on July 23, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পর্ষদ সভা আজ (২৩ জুলাই) রবিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো -ইসলামিক ফাইন্যান্স, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

জানা যায়, ইসলামিক ফাইন্যান্সের পর্ষদ সভা আজ ২৩ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ৩০ জুন ২০২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে । বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এ সভায় চলতি ২০২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩৪ পয়সায়।

অন্যদিকে খাদ্য ও আনুষঙ্গিক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) পরিচালনা পর্ষদের সভা আজ সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে কোম্পানিটির চলতি ২০২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিএটিবিসির গ্রস আয় হয়েছে ৯ হাজার ৯০০ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৮ হাজার ৭৬৮ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির গ্রস আয় বেড়েছে ১ হাজার ১৩২ কোটি টাকা বা ১২ দশমিক ৯১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৯৫৩ কোটি টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা হয়েছিল ৮৯৩ কোটি টাকা। বছরের ব্যবধানে কোম্পানিটির পরিচালন মুনাফা বেড়েছে ৬০ কোটি টাকা বা ৬ দশমিক ৭৩ শতাংশ। এ সময়ে আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আর্থিক আয় ও অপরিচালন আয় কিছুটা কমতে দেখা গেছে। আলোচ্য প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৫৬ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা হয়েছিল ৪১৭ কোটি টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা বেড়েছে ৩৯ কোটি টাকা বা ৯ দশমিক ৪৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪৪ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৭৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৭১ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বিএটিবিসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ টাকা ১০ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭ টাকা ৭২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৭৬ টাকা ২৭ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৮ টাকা ১৩ পয়সা।