ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪২

Posted on July 22, 2023

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ২৪২ জন। যা এ বছরের মধ্যে সর্বোচ্চ।

শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩ জন ডেঙ্গু রোগী।

বর্তমানে সারা দেশে ৬ হাজার ৬৫৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৮৩৯ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ২ হাজার ৮১৭ জন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৬৭ জনের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬৮৫ জন। তাদের মধ্যে ঢাকায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৮৫ জন ও ঢাকার বাইরে সারা দেশে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৮০০ জন।

এর আগে বুধবার দেয়া হিসাব অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যুর রেকর্ড তৈরি হয় দেশে। ২০০০ সালের পর থেকে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এত মানুষের মৃত্যু দেখেনি দেশ।