স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখালেন ফারজানা হক পিংকিং। শনিবার (২২ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৭ রানের ইনিংস খেলেন ফারজানা।
ফারজানার সেঞ্চুরিতে ভর করে ভারতের বিপক্ষে ৪ উইকেটে ২২৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ২৩৪ রান বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
৭টি চারের সহায়তায় ১৬০ বল খেলে নিজের ইনিংসটি সাজান ফারজানা। এর আগে বাংলাদেশের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছিলেন রুমানা আহমেদ ও সালমা খাতুন। ফারজানার আগের সর্বোচ্চ রান ছিলো ৭১।
সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ৪০ রানে জিতেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ১০৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা আনে ভারত।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা https://corporatesangbad.com/38437/ |