ডেঙ্গুতে আক্রান্ত ভাইকে দিখেতে গিয়ে নিজেই ডেঙ্গু জ্বরে মৃত্যু

Posted on July 20, 2023

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ডেঙ্গু আক্রান্ত ভাইকে ঢাকায় দেখতে গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন বোন শম্পা মন্ডল (৩০)। তবে ভাই রুবেল মন্ডল এ যাত্রায় ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে উঠলেও বোন শম্পা ডেঙ্গুর কবলে পড়ে মারা গেছেন।

ঘটনাটি ঢাকায় ঘটলেও শম্পা মন্ডলের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মাগুরাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আদর্শপাড়া এলাকার বিপ্লব বিশ্বাসের স্ত্রী ও মেহেরপুর উপজেলার নিত্যনন্দপুর গ্রামের সুজিত মন্ডলের মেয়ে। প্রতিক ও অর্ণব নামে তার দুইটি শিশু সন্তান রয়েছে।

ডাকবাংলা এলাকার পল্লী চিকিৎসক ও প্রতিবেশি বিল্লাল হোসেন খবর নিশ্চত করে জানান, গত রোববার শম্পা মন্ডল তার ভাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রুবেল মন্ডলকে দেখতে ঢাকার গ্রীনলাইফ হাসপাতালে যান। পরদিন শম্পা মন্ডল নিজেই ডেঙ্গুতে আক্রনাত হন। দ্রুত পরিস্থিতির অবনতি ঘটলে এই হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বুধবার দুপুরে শম্পা মন্ডল না ফেরার দেশে পাড়ি জমান।

স্বামী বিপ্লব বিশ্বাস বৃহস্পতিবার বিকালে জানান, বুধবার রাতেই শম্পার মরদেহ মহেরপুরের নিত্যনন্দপুর গ্রামে সমাহিত করা হয়েছে।