বিনোদন ডেস্ক : নন্দিত অভিনেতা, নির্মাতা, লেখক ও চিত্রশিল্পী আফজাল হোসেনের আজ (১৯ জুলাই)। ১৯৫৪ সালের আজকের দিনেই পৃথিবীর আলো দেখেছেন তিনি। জীবনের ৬৮ বসন্ত পেরিয়ে ৬৯ এ পা রাখলেন এই অভিনেতা।
গুণী এই মানুষটির জন্মদিনে নন্দিত অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন শুভ জন্মদিন আফজাল, তোমার সব সুখ কামনা করছি। তোমাকে সবসময় ভালোবাসি।
সেই পোস্টের মন্তব্যের ঘরে শোবিজ অঙ্গনের অনেক জন্মদিনের শুভেচ্ছা বার্তা লিখছেন। পাশাপাশি পোস্টে ছবিটির প্রশংসা করছেন। অভিনেত্রী দীপা খন্দকার পোস্টে মন্তব্য লিখেছেন, শুভ জন্মদিন আফজাল ভাই। ছবিটি খুব সুন্দর।
১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন আফজাল হোসেন। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন। সত্তর দশকের শেষ দিকে টেলিভিশন জগতে পা রেখে অভিনয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। আশির দশকে আফজাল হোসেন হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম। এছাড়া চলচ্চিত্রেও প্রশংসা কুড়িয়েছেন দর্শকপ্রিয় এ অভিনেতা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আফজালের জন্মদিনে সুবর্ণা মুস্তাফার শুভেচ্ছা https://corporatesangbad.com/38146/ |