মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় নায্যমুল্যে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান এই বিক্রির শুভ উদ্বোধন করেন। নায্যমুল্যে দুঃস্থ নাগরিকদের মাঝে এসব সামগ্রী বিক্রি করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা তপন মল্লিক ও সংশ্লিষ্ট ডিলার আসাদুল আলম ও ওমর ফারুক।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, চকরিয়া উপজেলার ২১ হাজার ৫শত ১৮ জন নিন্ম আয়ের পরিবারের মাঝে নায্যমুল্যে ২ কেজি তেল, ২ কেজি মশুর ডাল ও ৫ কেজি চাল বিক্রি করা হবে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে খাদ্যবান্দব সরকারী কর্মসূচির আওতায় এসব নাগরিক এ সুবিধা পাবেন। হালিমা বেগম নামে এক নারী নায্যমুল্যে জিনিস ক্রয় করে বলেন, কম মূল্যে এসব জিনিষ পেয়ে আমি খুব খুশি। সরকারের এ ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানাই।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় টিসিবি’র পণ্য বিক্রি উদ্বোধন https://corporatesangbad.com/38133/ |