করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

Posted on January 7, 2023

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাংলাদেশে নতুন ভেরিয়েন্টের কোনো তথ্য-প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে এ নিয়ে আমরা সতর্ক আছি। প্রতিটি এয়ারপোর্ট এবং বন্দরে বিদেশ থেকে আগতদের পরীক্ষা করা হচ্ছে। তাদের শরীরে করোনা শনাক্ত হলে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে। চীনে করোনার নতুন ভেরিয়েন্ট দেখা দিলেও বাংলাদেশে করোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জেলা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যে কারণে অতীতে জনগণ নৌকায় ভোট দিয়েছে। জনগণ উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চায় বলেই আগামীতেও নৌকায় ভোট দেবে।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের জন্য কাজ করতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে। লেখাপড়া করতে হবে। একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

তিনি আরো বলেন, ছাত্রলীগকে সাহসের সঙ্গে কাজ করতে হবে। সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনেও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তোমাদের সহযোগিতায় আগামী নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগ জয় লাভ করবে।

বিরোধীদল (বিএনপি) শুধু সমালোচনা করে জাহিদ মালেক বলেন, তারা কীভাবে পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসা যায় সেই চেষ্টা করে যাচ্ছে। এই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। যাতে আমাদের উন্নয়ন বাধাগ্রস্থ না হয়, অশান্তি সৃষ্টি না হয়, হানাহানি না হয়।

মন্ত্রী আরো বলেন, আমরা বিরোধীদলকে বলবো, শান্তিপূর্ণ নির্বাচনে আসেন। নির্বাচনে জয়লাভ করলে ক্ষমতায় আসবেন। নির্বাচনে জয় লাভ না করলে আপনাদের অবস্থা যেখানে থাকার কথা, সেখানে থাকবেন।

তিনি বলেন, মানিকগঞ্জ ঢাকার খুব কাছে, কতটুকু উন্নয়ন ১০বছর আগে ছিল আর এখন কি অবস্থানে আছেন এটা তুলনা করলে বুঝতে পারবেন। আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না; ৪০ বছর এখানে এমপি-মন্ত্রী ছিলেন কতটুকু উন্নয়ন তখন হয়েছে আর গত ১০-১২ বছরে কতটুকু মানিকগঞ্জে উন্নয়ন হয়েছে এই বিষয়ে আপনারাই বিচার করতে পারবেন। বিচার করলে বুঝতে পারবেন যে আপনাদের পাশে কে ছিল, আপনাদের ভোটের মূল্যায়ন কে দিয়েছে, উন্নয়ন যতটুকু হয়েছে কে করেছে?

এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি শিফাত কুরাইশী সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমুখ।