‘অভিন্ন অগ্রাধিকার’ নিয়ে আলোচনায় বাংলাদেশের সঙ্গে সরাসরি যুক্ত যুক্তরাষ্ট্র’

Posted on July 19, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্র বলেছে, দুই দেশের ‘অভিন্ন অগ্রাধিকার’ নিয়ে আলোচনার জন্য তারা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যুক্ত।

মঙ্গলবার (১৮ জুলাই) ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেন।

ম্যাথিউ মিলার বলেন, ‘আন্ডার সেক্রেটারি উজরা জেয়া তার সফরকালে বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একযোগে কাজ করার গুরুত্বের পাশাপাশি নাগরিক সমাজ, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও শ্রমিক-কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।’

যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশ সফর করছেন উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘এগুলো হচ্ছে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়।’

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন বলেও জানান ম্যাথিউ মিলার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা বলেন, ‘কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি মানবিক অংশীদার ও বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মিয়ানমার ও বাংলাদেশের প্রচেষ্টায় সহায়তার জন্য অতিরিক্ত ৭৪ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দেন।’

ম্যাথিউ মিলার বলেন, ‘আমি পরিশেষে বলতে চাই, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মানবপাচারের অভিশাপ মোকাবিলায় সরকার ও নাগরিক সমাজের সঙ্গে অংশীদারিত্বের জন্য নিবেদিত।’ সূত্র-ইউএনবি।

আরও পড়ুন:

গ্রেফতার আতঙ্কে রয়েছেন ট্রাম্প

শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগোল বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

হিরো আলমকে মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইসির