কারন ছাড়াই ঊর্ধমুখী তিন কোম্পানির শেয়ারদর

Posted on July 19, 2023

শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড ও আজিজ পাইপস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইর চিঠির জবাবে পৃথকভাবে জানিয়েছে কোম্পানি তিনটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

ওয়েস্টার্ন মেরিন: ৯ জুলাইয়ের পর ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন শেয়ারদর ছিল ১১ টাকা। গত সোমবার পর্যন্ত কোম্পানিটির শেয়ারদর টানা বেড়ে দাঁড়ায় ১৫ টাকা ১০ পয়সায়। সে হিসাবে মাত্র ছয় কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বাড়ে ৪ টাকা ১০ পয়সা বা ৩৭ দশমিক ২৭ শতাংশ। তবে গতকাল শেয়ারটির দর ৮০ পয়সা কমে দাঁড়িয়েছে ১৪ টাকা ৩০ পয়সায়। আলোচ্য সময়ের মধ্যে গত সোমবার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি ১ কোটি ৫১ লাখ ২৯ হাজার ৪৭০টি হাতবদল হয়েছে। 

শ্যামপুর সুগার: গত ১৯ জুনের পর ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন শেয়ারদর ছিল ৮৭ টাকা ৫০ পয়সা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১১৫ টাকা ১০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩১ টাকা ৬০ পয়সা বা ৩৬ দশমিক ১১ শতাংশ। আলোচ্য সময়ের মধ্যে ৪ জুলাই কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি ১ লাখ ৩২ হাজার ৮৮২টি হাতবদল হয়েছে।

আজিজ পাইপস: ১১ জুলাইয়ের পর থেকে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর টানা ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন শেয়ারদর ছিল ৯৬ টাকা ৬০ পয়সা। গতকাল লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ টাকা ৭০ পয়সায়। সে হিসাবে মাত্র পাঁচ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৮ দশমিক ৪১ শতাংশ।

কর্পোরেট সংবাদ/এএইচ