নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান রিডোট ডিজিটাল লিমিটেড একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান করবে। গত ১২ জুলাই কোম্পানিটি নতুন সহযোগী প্রতিষ্ঠানের ডিমার্জার স্কিম অনুমোদন করেছে।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নতুন সহযোগী প্রতিষ্ঠানের নাম হবে “এজেনটেক পিএলসি”। উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে রিডোট লিমিটেড।
কোম্পানিটি জানায়, রিডোট ডিজিটালের ব্যবসার ধরণ আইটি এবং আইসিটি সফটওয়ারের উন্নয়ন, অ্যাপ্লিকেশন এবং অন্যান্য কাজের সমাধান করা। এজেনটেক পিএলসি প্রতিষ্ঠানটির বিক্রয়, বিপণন এবং বিতরণের কাজ করবে।
এছাড়া প্রতিষ্ঠানটি আইটি এবং আইসিটি সলুশন, ডিজিটাল সার্ভিস, সফটওয়্যার, এপ্লিকেশন এবং হার্ডওয়্যার বিশেষ করে ডাটা সেন্টার, ক্লাউড এবং ক্লাউড ইনফ্রসট্রেকচার এবং সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রবির সহযোগী প্রতিষ্ঠানের ডিমার্জার স্কিম অনুমাদন https://corporatesangbad.com/38061/ |