শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : নাশকতার মামলায় পুনরায় কারাগারে গেছেন সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী।
মঙ্গলবার (১৮ জুলাই) সাতক্ষীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মো. আব্দুল আলিম আল রাজী তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাতক্ষীরা জজ কোর্টের সরকারি কৌসুলী আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়র তাজকিন আহমেদ চিশতী পৃথক দুটি নাশকতার মামলায় হাইকোর্টের নির্দেশে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার দুপুরে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে।
মামলাসূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। এ সময় নাশকতার অভিযোগে জামায়াত ও বিএনপিদলীয় ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ। সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে পৌর মেয়র চিশতী সহ প্রায় দুইশত জনকে আসামী করে একটি মামললা দায়ের করেন। এ ছাড়া আরও একটি নাশকতার মামলা দায়ের করা হয় মেয়র চিশতীর বিরুদ্ধে।
এ ঘটনায় ২০২৩ সালের ২৪ জানুয়ারি নাশকতার মামলায় কারাগারে যান মেয়র চিশতী। এরপর ৬ ফেব্রুয়ারি তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ। ৯ ফেব্রুয়ারি চিশতী জামিনে মুক্ত হবার পর ১৪ ফেব্রুয়ারি বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এক আদেশে চিশতীর বরখাস্তের আদেশ স্থগিত করেন। এরপর ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মেয়র চিশতী পৌরসভায় প্রবেশ করে দায়িত্ব বুঝে নিতে গেলে তাকে বাধা দিয়ে লাঞ্চিত করেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান সহ বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। তখন তিনি স্বপদে বহাল হতে পারেননি। এরপর চলতি বছরের ১৯ জুন এক স্মারকপত্রে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতীর কাছে সকল ক্ষমতা বুঝিয়ে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। ২১ জুন তারিখে পুনরায় মেয়র পদে বসে তাজকিন আহমেদ চিশতী।
উল্লেখ্য, সাতক্ষীরা পৌর বিএনপির সদস্যসচিব পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী দুইবারের নির্বাচিত মেয়র তিনি
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আবারও কারাগারে সাতক্ষীরার পৌর মেয়র চিশতী https://corporatesangbad.com/37989/ |