Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
কর্পোরেট সংবাদ

আই.আই.এ.বাংলাদেশ এর এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : দি ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ (আই.আই.এ. বাংলাদেশ)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স অফিস, ১ম ১২-তলা সরকারী ভবন (৪র্থ তলা), সেগুন বাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

আই.আই.এ. বাংলাদেশ-এর মাননীয় প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল হোসেন, সিআইএ, সিআইএসএ, সিআইএসএম, সিজিইআইটি, সিএফই, সিএসএক্স-এফ, সিজিআইএ উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি জেনারেল এম. নুরুল আলম, এফসিএস, সিসিইপি-আই, সিজিআইএ সভা সঞ্চালন করেন।

ইনস্টিটিউটের আর্টিকেলস অব এ্যাসোসিয়েশন অনুসারে বোর্ড অব গভর্নরস্-এর তিনজন সদস্য বার্ষিক সাধারণ সভায় অবসর গ্রহণ করেন। তারা হলেন- আহমেদ রায়হান শামসি, এফসিএ, খন্দকার আতিক-ই-রব্বানি, বি.টেক(এইচ) ইউকে, এফসিএ এবং ড. শ্যামল কান্তি চৌধুরী। তারা পুনঃনির্বাচিত হতে আগ্রহী না হওয়ায় বোর্ড অব গভর্নরস্ নতুন তিনজন সদস্যের সম্মতি সাপেক্ষে নির্বাচিত করার জন্য মনোনয়ন প্রদান করেছেন।

নতুন তিনজন সদস্য হলেন-১. তাহসিনুর রহিম, সিআইএ, সিআরএমএ; তিনি গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিঃ-এ হেড অব ইন্টারনাল অডিট এ্যান্ড কমপ্লায়েন্স হিসেবে কর্মরত আছেন।
২. মোহাম্মদ তবারক হোসাইন, সিআইএ, এফসিসিএ, সিআরএমএ; তিনি ওমেরা গ্যাস ওয়ান লিঃ-এ হেড অব ইন্টারনাল অডিট
হিসেবে কর্মরত আছেন।
৩. শাহরিয়ার রানা, সিআইএ, এফসিসিএ; তিনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকোল)-এ হেড অব
ইন্টারনাল অডিট হিসেবে কর্মরত আছেন।

এছাড়া ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ ইকবাল হোসেন, সিআইএ, সিআইএসএ, সিআইএসএম, সিজিইআইটি, সিএফই, সিএসএক্স এবং সেক্রেটারি জেনারেল হিসেবে এম. নুরুল আলম, এফসিএস, সিসিইপি-আই, সিজিআইএ দায়িত্ব পালন করবেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার অমিতাভা সাহা সিজিআইএ, ভাইস প্রেসিডেন্ট নন্দ দুলাল সাহা এফসিএ, খন্দকার আতিক-ই রাব্বানি, এফসিএ প্রমুখ।

কর্পোরেট সংবাদ/টিডি/আরো খবর »

বিএসসিসিএলের ৩৭% নগদ লভ্যাংশ অনুমোদন

Polash

রাজশাহীর বাঘায় ইসলামী ব্যাংকের ৩৮৩ তম শাখা উদ্বোধন

Polash

পেট্রোবাংলা‘র চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব নাজমুল আহসান-এর যোগদান

Tanvina