নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা প্রভাবিত হয়ে বিনিয়োগ না করার আহবান জানিয়েছেন দেশের প্রধান শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জ । মঙ্গলবার, ডিএস্ইর উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহবান জানানো হয ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বা ফেইসবুক পেইজ দ্বারা এক শ্রেণীর অসত ব্যক্তিবর্গ বিভিন্ন গুজব ছড়াচ্ছে৷ এছাড়াও বিভিন্ন ইস্যুতে এসব
গ্রুপ বা পেইজ ভিওিহীন তথ্য ছড়িয়ে পুঁজিবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে৷ এমনকি তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের নাম ব্যবহার করেও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে৷ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীগণ৷ এক্ষেএে ডিএসই’র নাম ব্যবহার করে যে সব ফেক( Fake) বা ভূয়া অ্যাকাউন্ট বা ফেইসবুক আইডি ব্যবহার করা হচ্ছে- সেগুলো হলো ডিএসই শেয়ার আলো, ডিএসই গেমলিং আইটেম, শেয়ার বাজার, শেয়ার মার্কেট সুপার স্টার, ডিএসই ইনভেষ্টর ক্লাব, সুরাইয়া
সুমি নামসহ আরো অনেক গ্রুপ রয়েছে৷ এই সমস্ত ফেক আইডি বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক কোম্পানি সম্পর্কে অতিরজ্ঞিত তথ্য প্রকাশ করে ঐসব প্রতিষ্ঠানের শেয়ার কিনতে উত্সাহিত করছে৷ প্রকৃত পক্ষে ডিএসইতে এই ধরণের কোন গ্রুপ নেই৷ ডিএসই পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিনিয়োগকারীদের অবগতির জন্য জানাচ্ছে যে, ডিএসই’র
একমাএ তথ্যভান্ডার হলো ডিএসই’র ওয়েব সাইট (dsebd.org)৷ কেউ যদি নাম সর্বস্য গ্রপের দ্বারা প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়, তবে ডিএসই কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবে না৷ তবে এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড৷
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবিত হয়ে বিনিয়োগ না করার আহবান ডিএসই’র https://corporatesangbad.com/37935/ |